কাল সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ওরশ

ফটিকছড়ি প্রতিনিধি : আগামীকাল (শুক্রবার) মহান ১০ই মাঘ। গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ প্রকাশ হযরত সাহেব কেবলার ১১৯তম বার্ষিক ওরশ শরীফ।

শত বৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর মহান এই অলির ওফাত দিবসে বংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে ভক্ত অনুরক্ত আশেকরা দরবারে সমাবেত হয়।

বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হচ্ছে বার্ষিক ওরশ। আজ বৃহস্পতিবার দিনের বেলায় দরবারের আওলাদরা পৃথক পৃথক ভাবে ওরশের অনুষ্ঠানিকতার সূচনা করেন। ওরশ শরীফ সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশে আয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়া হয়েছে। লক্ষ লক্ষ ভক্ত জনতার আগমন ও অবস্থান নির্বিঘ্ন করতে প্রশাসন সজাগ থাকবে।

ওরশ উপলক্ষ্যে গত তিন দিন ধরে দেশ বিদেশের ভক্তরা বিভিন্ন ভাবে দরবারে সমাবেত হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ওরশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন হতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে দরবারের আওলাদদের সাথে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top