কাল সীতাকুণ্ডে শুরু হচ্ছে শিব চতুর্দশী মেলা 

চাটগাঁ নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথধাম।যেখানে শিব চতুর্দশী তিথি উপলক্ষে তিনদিনের তীর্থমেলা শুরু হবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)।

প্রায় ৩০০ বছর ধরে চলমান এ মেলায় এ বছর হচ্ছে না বৈদিক সম্মেলন। মূলত তিন দিনের উৎসব হলেও মেলা চলবে ১৫ দিন। দোল পূর্ণিমার মধ্য দিয়ে শেষ হবে মেলা।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড স্রাইন (তীর্থ) কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ।

চন্দ্রনাথ ধাম, আদিনাথ ধাম ও কাঞ্চননাথ ধামের তীর্থ পরিচালনা করে সীতাকুণ্ড স্রাইন কমিটি। প্রতি বছর স্রাইন কমিটির প্রধান কার্যালয় মোহন্ত আস্তান বাড়িতে বৈদিক সম্মেলন ও ঋষি সমাবেশ করা হতো। সম্মেলনে ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন আগত সাধু-সন্ন্যাসীরা। আয়োজন করা হতো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

তবে এবার বৈদিক সম্মেলন না হলেও সম্মেলনস্থলে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের থাকা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির দায়িত্বশীলরা।

কমিটির সহ-সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যে থাকার জন্য যেখানে বৈদিক সম্মেলন হতো, সেখানে ছাউনি করা হচ্ছে। ফলে তীর্থযাত্রীদের থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বৈদিক সম্মেলন করা হচ্ছে না।

কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ জানান, ২৬ ফেব্রুয়ারি শিব চতুর্দশী তিথি। এদিন অনেক তীর্থযাত্রী উপোস থেকে পাহাড় চূড়ায় যাবেন শিবদর্শনে। পরদিন অমাবস্যা তিথিতে মৃত পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ করেন অনেকে। এবার অন্তত ১০ লাখ ভক্ত সমাগম হবে বলে আশা করছি। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় সিঁড়ি নির্মাণ, সড়ক সংস্কার, পর্যাপ্ত লাইটিং, সিসি ক্যামেরা সংযোজন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

শিব চতুর্দশী মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানানো হয়েছে। সভায় সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, এবার জনসমাগম বেশি হবে। সেজন্য গতবারের তুলনায় ২০০ সদস্য বাড়িয়ে মোট ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির। সীতাকুণ্ড পৌর সদরে মন্দির সড়ক হয়ে অর্ধশতাধিক মঠ-মন্দির প্রদক্ষিণ করে সর্বশেষ চন্দ্রনাথমন্দিরে পৌঁছান তীর্থযাত্রীরা। সীতাকুণ্ডে রয়েছে সতীর একান্ন পীঠের একটি ভবানী মন্দির। এ ছাড়া রয়েছে স্বয়ম্ভূনাথ মন্দির, বিরূপাক্ষ মন্দির, ভৈরব মন্দির, সীতা মন্দির, জগন্নাথ মন্দির সহ অনেক ধর্মীয় স্থাপনা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top