চাটগাঁ নিউজ ডেস্ক: শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দুই দফা দাবি জানালেও তা পূরণ হয়নি বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এরই প্রেক্ষিতে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে প্লাটফর্মটি।
আজ রোববার (২১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটির নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবীর ১ দফাও মানা হয় নাই।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয় নাই।
অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচী ও দাবী নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।
এর আগে ২০ ডিসেম্বর (শনিবার) শাহবাগ থেকে দুই দফা কর্মসূচি ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
তাদের দফাগুলো হলো; এক. ওসমান হাদিকে হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারীসহ সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুই. সিভিল মিলিটারি ইন্ট্যালিজেন্স আওয়ামী দোসরদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে।
একইসাথে রোববার বিকেলের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে জনগণের সামনে এসে জবাবদিহিতা করতে বলে ইনকিলাব মঞ্চ।
তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাবে বলে ঘোষণা দেয় প্লাটফর্মটি।
চাটগাঁ নিউজ/জেএইচ






