চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপর গাড়ির নষ্ট হওয়ার ঘটনায় দীর্ঘ দুই ঘণ্টা যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ। এতে দুই দিকে শত শত গাড়ি আটকে যায়। এ সময় ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হয় বলে জানায় কালুরঘাট সেতুর টোল আদায় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, পশ্চিম দিক থেকে আসা একটি প্রাইভেটকারেরর এক্সেল ভেঙ্গে যাওয়ায় এ ভোগান্তি হয়। কবে যে এসব ভোগান্তি থেকে রেহায় পাব জানি না। শুনলাম মে মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, আদৌ হবে কি না জানি না। ভিত্তিপ্রস্তর হলেও কাজ ধরতে না জানি কত মাস অতিবাহিত করেন।
গাড়ির চালকরা বলেন, সেতুর উপর থেকে সব গাড়ি পেছন দিয়ে ব্যাক করে আবার ফেরিতে উঠতে হচ্ছে। দীর্ঘ জ্যাম হওয়ার কারণে ফেরিতে উঠতেও সময় লাগছে। তীব্র গরম আর জ্যামের কারণে খুব কষ্ট হচ্ছে।
কালুরঘাট সেতুর টোল কর্তৃপক্ষ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িটি সেতুর ওপর নষ্ট হয়ে যায়।
আমার দুই ঘণ্টার মধ্যে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। বর্তমানে সেতুর ওপর দিয়ে গাড়ি পারাপার হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন