পড়া হয়েছে: ২৭
বোয়ালখালী প্রতিনিধিঃ কালুরঘাট ফেরিঘাটে কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা (১৮) মৃত্যুর ঘটনায় টেম্পু চালক রেজাউল করিম জিসানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত কলেজ ছাত্রীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, ঘাতক টেম্পু চালক উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পুসহ চালককে আটক করা হয়েছিল। মামলা দায়েরের পর চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১০টায় বোয়ালখালী থেকে নগরীর কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপে শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মারা যান।
চাটগাঁ নিউজ/এসবিএন