পড়া হয়েছে: ৩২
বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাতেমা তুজ জোহরা বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার ডাক্তার হাসানের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, একটি সিএনজি চালিত টেম্পু ফেরি থেকে বেইলি ব্রীজ দিয়ে পারে উঠার সময় হঠাৎ পিছন দিকে যেতে থাকে। এসময় গাড়িটি নিচে চাপ পড়ে ঐ নারী।
স্থানিয়রা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এসবিএন