চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কালুরঘাটের সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোতলজাতকরণ কারখানায় ৯০০ মিলির বোতলে ৮২০-৮৩০ মিলি সুপার পাম তেল দিচ্ছে। কিন্তু বোতলের লেভেলে ফর্টিফাইড সয়াবিন তেলের বিজ্ঞাপন দিচ্ছে।
লিটার হিসেবে তারা প্রতি লিটার ২২৫ টাকা দরে বাজারজাত করছে। মেয়াদোত্তীর্ণ ভিটামিন এ সহ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছে।
বুধবার (৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে তদারকিকালে এসব বিষয় ধরা পড়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সাময়িকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করে মোড়কজাত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনায় করেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী আফতাবুজ্জামান।
একই অভিযানে কাজীর হাট এলাকার মেসার্স আল্লাহর দান স্টোরে ক্রেতার কাছে বেশি মূল্যে খোলা সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখায় ৫ হাজার টাকা, মেসার্স মালতি স্টোরে বেশি মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মেসার্স বিসমিল্লাহ স্টোরে সুপার পাম তেল নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে (১৯০ টাকা / লিটার) বিক্রি করায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক ফয়েজ উল্যাহ।
চাটগাঁ নিউজ/এমকেএন