কালামিয়া বাজারে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার দোতলা মসজিদের পাশে এস এ ভিলা নামক একটি বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ মে) সন্ধ্যা ৭টার পর উর্মি নামের ১৭ বছর বয়সী এই গার্মেন্টস কর্মীর মরদেহটি দেখেন তার বড় বোন৷ উর্মির গ্রামের বাড়ি কুমিল্লা৷ তিনি ও তার বোন চট্টগ্রামে গার্মেন্টসে কর্মরত ছিলেন৷

উর্মির বড় বোনের ভাষ্য মতে, উর্মি সকালে গার্মেন্টসে কাজে যায় তবে দুপুর ১টায় তার ছুটি হয়ে গেলে তিনি বাসায় চলে আসেন৷ সন্ধ্যা আনুমানিক ৭টায় বড় বোন বাসায় ফিরে দেখেন বাসার দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষন দরজায় ধাক্কা দেয়ার এক পর্যায়ে দরজা খুলে যায়৷ এরপর তারা ঘরে ঢুকে উর্মির ঝুলন্ত মরদেহ দেখতে পায়৷

যদি উর্মি আত্মহত্যা করে থাকে তাহলে কেন করেছে এই ব্যাপারে তার বোন কিছুই জানেন না বলে জানান৷ এসময় তার বোন বেশ স্বাভাবিক ভাবেই কথা বলছিলেন৷ ছোট বোনের এমন অস্বাভাবিক মৃত্যুর পর বড় বোনের স্বাভাবিক আচরণে অনেকের মনে নানা প্রশ্নের জম্ম দিয়েছে৷ এদিকে অনেকে বলছে দুপুর ১টায় গার্মেন্টসে সাধারণত ছুটি হওয়ার কথা নয়। উর্মি যেখানে কাজ করে সেখানে সংঘঠিত কোন ঘটনাকে কেন্দ্র করে উর্মি আত্মহত্যা করেছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা দরকার৷

সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ৷

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top