চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হওয়া লোহাগাড়া-সাতকানিয়া আসনের সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।
তিনি বলেন, সাবেক এমপি নদভীর ডায়াবেটিস, রক্তচাপ, দুর্বলতাসহ ৪ থেকে ৫টি রোগ রয়েছে। শরীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং সেখানে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ডাক্তার। সেগুলো দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক হন সাবেক এই সাংসদ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ সহ বেশ কয়েকটি মামলা চলমান বলে আদালত সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ