কারাগারে আহত সাবেক এমপি লতিফ হাসপাতালে, চলছে নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সদ্য সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফ কারগারের বাথরুমে পড়ে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন, কারাগারে এমপি লতিফের উপর হামলা করা হয়েছে। আবার কারাগার থেকে হাসপাতালে ভর্তি বিষয়টি জামিন পাওয়ার কৌশল, নাকি হসপিটালিটি সুবিধা ভোগ করার ফন্দি এই নিয়েও বলাবলি চলছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এমএ লতিফ বাথরুমে হঠাৎ পড়ে আহত হন। এছাড়াও নাক দিয়ে কিছুটা রক্ত ঝরেছে। আগেই হার্টে বাইপাস সার্জারি ছিল। এ জন্য কারাগারের ডাক্তাররা চমেকে পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কারাগারের ভেতর কেউ সাবেক এমপিকে হামলা করেনি। এটি গুজব। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে চট্টগ্রাম নগরের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ

Scroll to Top