কারাগারের দেয়াল টপকে পালালো ২ আসামি, ধরা পড়লো একজন

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালিয়েছে দুই আসামি। পরে স্থানীয়দের সহায়তায় রাজিব হোসেন এরশাদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আসামি শফিকুল ইসলাম (২৪) খাগড়াছড়ি সদর থানার ইসলামপুরের মৃত নুরুল ইসলামের ছেলে ও রাজিব হোসেন এরশাদ (২০) রামগড় উপজেলার সিলেটি কলোনির বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি শফিকুলকে ধরতে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top