পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্ক: এ যেন টাকার ঝনঝনানি। দুই ঘণ্টার ব্যবধানে প্যাট কামিন্সের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিলেন স্বদেশি মিচেল স্টার্ক। ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল কামিন্সকে।
কামিন্স-স্টার্কের আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।