স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে ফাইনালে পৌঁছালো বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে দিলো আব্দুল জলিলের দল। প্রতিযোগিতাটিতে টানা চতুর্থ শিরোপার অপেক্ষায় বাংলাদেশ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটির শেষ চারে থাইল্যান্ডের বিপক্ষে ৪১-১৮ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ‘বি’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ড। কিন্তু শুরুতে একের পর এক পয়েন্ট তুলে তাদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ২৩-৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে বিরতিতে যান আরদুজ্জামান-জিয়ারা। বিরতির পরও দাপট ধরে রেখে অনায়াসে জয় তুলে নেয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের রেইডার আরদুজ্জামান মুন্সি।
দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়ার ৫৯-১৯ পয়েন্টে জিতেছিলেন লাল-সবুজরা। নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ। আর নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা পাঁচ জয়ে গ্রুপ সেরা হয় দল।
চাটগাঁ নিউজ/এআইকে