কাবাডিতে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

kabadi

চাটগাঁ নিউজ ডেস্ক  : বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের সব কটি শিরোপাই নিজেদের কাছে রাখল লাল–সবুজের দল।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ চতুর্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে দাঁড়াতেই পারেনি নেপাল। আগের দিন টুর্নামেন্টের প্রথম দুবারের রানার্সআপ কেনিয়াকে টাইব্রেকে হারিয়ে চূড়ান্ত লড়াইয়ে উঠে আসা নেপাল আজ ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ৪৫-৩১ পয়েন্টে।

২০২১ সালের এপ্রিলে বঙ্গবন্ধু কাবাডিতে কেনিয়ার সঙ্গে তীব্র লড়াইয়ের পর বাংলাদেশ জেতে ৩২-২৯ পয়েন্টে। সেটি ছিল আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের প্রথম শিরোপা।

২০২২ সালের মার্চে দ্বিতীয় ফাইনালে কেনিয়ার বিপক্ষে জয় আসে ৩৮-২৮ পয়েন্টে। গত বছর মার্চে চায়নিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জেতে বাংলাদেশ। আজ হলো চারে চার। চারটি টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত। কোনো ম্যাচই হারেনি, জিতেছে ২৪টি ম্যাচই।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top