কাপ্তাই হ্রদ থেকে বাঙালি যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরকল থানাধীন শুভলং ইউনিয়নের বর্মাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে উপুড় হয়ে ভাসছিল মরদেহটি।

শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে লাশটি ভাসতে থাকতে দেখে বরকল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বরকল থানার অফিসার ইনচার্জ কায় কিসলু বিষয়টির নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, আমরা বিষয়টি শুনে স্থানীয়দের মাধ্যমে জেনেছি। স্থানীয়দের সাথে নিয়ে আমার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। তারা ফিরে আসলে বিস্তারিত ধারনা পাওয়া যাবে।

এদিকে, উদ্ধারের পর দেখা গেছে পানিতে ভাসতে থাকা মরদেহটি বাঙালি সম্প্রদায়ের হলেও তার কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top