পড়া হয়েছে: ২৪
রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণের ফলে সম্ভাব্য দূর্ঘটনা থেকে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান স্বাক্ষরিত জরুরী সতর্কীকরণঃ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই নির্দেশনা জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল এর কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে (৫ আগস্ট) ২০২৩।
তারিখ শনিবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
তবে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।