কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো গত ২৪ ঘন্টায় অর্থাৎ গতকাল শনিবার সকাল হতে আজ রবিবার সকাল পর্যন্ত নরমাল ডেলিভারীতে ৭টি শিশুর জন্ম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, জন্ম নেওয়া ৭ শিশুর মধ্যে ৪টি মেয়ে শিশু এবং ৩টি ছেলে শিশু। জন্ম নেওয়া নবজাতক শিশু ও তাদের মায়েরা সুস্থ আছেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি আরোও বলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, গাইনী কনসালটেন্ট ডাঃ তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তনচংগ্যা এবং প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত নার্সিং কর্মকর্তাবৃন্দ।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেবার পাশাপাশি দুর্গম অঞ্চলের রোগীরা এখানে এসে খুব সহজে স্বাস্থ্য সেবা পাচ্ছেন।
এদিকে হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম নেওয়ায় সাধারণ মানুষ এবং অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন