কাপ্তাই লেকে বড়শিতে ধরা পড়লো ২৬ কেজির কোরাল!

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাওয়ার হাউজের পানি নির্গমন চ্যানেলে বড়শিতে ধরা পড়লো ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মচারী সৌখিন মৎস্য শিকারী মো: মনিরুজ্জামান এর বড়শিতে এই কোরাল মাছটি ধরা পড়ে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা ও অনুসন্ধান) মো: সাখাওয়াত কবির।

পরে মাছটি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় জানা গেছে।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র প্রধান মো: জসিম উদ্দিন বলেন, এর আগে ৩৫ কেজি ওজনের কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়েছিল। সাধারণত প্রতি কেজি কোরাল মাছ স্থানীয় বাজারে ১২০০ – ১৫০০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে।

চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ

Scroll to Top