কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কর্তব্যরত আনসারের গলায় ছুরি ঠেকিয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্গো এলাকা হতে গত বুধবার ইলেকট্রনিক ক্যাবল তার চুরির ঘটনা ঘটেছে।
সেই সাথে চুরি হওয়ার ৩ দিন পর গত শুক্রবার দিবাগত রাত ১টায় গোপন সুত্রে খবর পেয়ে কাপ্তাই কর্ণফুলী নদীর পাশে বনফুল রেস্ট হাউজের নীচ থেকে চুরি হওয়া ক্যাবল তার বিদ্যু উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন কবির জানান, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের নতুন বাজার কার্গো এলাকায় ৪ থেকে ৫ জনের চোরের দল দেশীয় অস্ত্র নিয়ে এসে কর্তব্যরত আনসার মোশাররফকে গলায় ছুরি ঠেকিয়ে জবাই করবে বলে ভয়ভীতি দেখায়। পাশে কার্গো অফিসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী শরিফ উদ্দিনকে ওই আনসার সদস্য সাহায্যে চাইলে প্রহরী সাহায্যে করতে এগিয়ে আসে। এসময় তাদের সাথে কথা-কাটাকাটি করে চোরের দল সময় ক্ষেপণ করে। এক পর্যায়ে কিছু চোর কার্গো অফিসের তালা কেটে তিন লাখ টাকার ইলেকট্রনিক ক্যাবল তার চুরি করে নিয়ে যায়।
তিনি আরোও জানান ৩ দিন পর ব্যাপক অনুসন্ধান করে আমিসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা বাহিনী, আনসার এপিসি কমান্ডার লিয়াকত, কমান্ডার ইসমালসহ শুক্রবার দিবাগত ১টায় গোপন সুত্রে খবর পেয়ে কর্ণফুলী নদীর পাশে বনফুল রেস্ট হাউজের নীচ থেকে চুরি হওয়া ক্যাবল তার উদ্বার করি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন