পড়া হয়েছে: ২৫
কাপ্তাই প্রতিনিধি: প্রতিনিধি:রাঙামাটির কাপ্তাই থানার নতুন যোগদানকৃত ওসি মো: আবুল কালাম বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। রাষ্ট্র এবং সমাজের নানা কিছু সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন।
বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় পেশাদার সাংবাদিকদের সংগঠন কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ কাপ্তাই থানায় মতবিনিময় করতে গেলে তিনি একথা বলেন।
এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, নির্বাহী সদস্য অর্নব মল্লিক সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্যে সাক্ষাৎকালে ওসি মো: আবুল কালাম দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।