পড়া হয়েছে: ২৮
কাপ্তাই প্রতিনিধি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে সোমবার ( ৯ অক্টোবর) সকালে উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিষয়ক ও সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই চলচ্চিত্র উপভোগ করেন।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার প্রচারণা কার্যক্রমের অংশ হিসাবে এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর আওতায় কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় এই চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম চলমান আছে।