কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার লোকালয় থেকে উদ্ধারকৃত একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় বন বিভাগের কর্মীরা বিপন্ন প্রজাতির এই বানরটি অবমুক্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় সহকারি বন সংরক্ষক মাসুম আলম এর উপস্থিতিতে বানরটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ এএসএম ম‌হিউ‌দ্দিন চৌধুরী, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগ এর নানিয়ারচর স্টেশন কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, সদর রেঞ্জ বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বুড়িঘাট স্টেশন অফিসার মোঃ মনির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত হওয়া লজ্জাবতী বানরটি গতকাল সোমবার(২৪ জুন) নানিয়ারচর থেকে উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top