কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই রেঞ্জের কাপ্তাই জাতীয় উদ্যানের সংর‌ক্ষিত ব‌নের প্রাকৃতিক পরিবেশে একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৯ কেজি এবং এটি ১১ ফুট লম্বা।

বুধবার (৪ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম ম‌হি উ‌দ্দিন চৌধুরী সাপটিকে জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন। এসময় বন বিভাগের কর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর ) রাত ৮ টায় পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এর নির্দেশে রাঙামাটি সদর উপ‌জেলাধীন রায় বাহাদুর সড়কের মুখে আইটি জোনের অফিস হতে জনৈক ইন্টুমনি তালুকদার, বিজ্ঞান্তর তালুকদার সহ স্থানীয় জনগণের সহায়তায় স্থানীয় দোকানদার নোবেলের দোকান হতে সাপটি ধরে বন বিভাগের বিশেষ টহল দলের কাছে হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top