কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) রেস্ট হাউজের রান্নাঘরে ডুকে বুনোহাতির দল ব্যাপক ভাংচুর করেছে।
সোমবার (৮জানুয়ারী) দিবাগত রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বুনোহাতির দল এ তান্ডব চালায় বলে জানান এলপিসির সহ-ব্যবস্থাপক( হিসাব) বিলাস কুমার বিশ্বাস।
তিনি আরও বলেন, হাতির পালটি রেস্ট হাউজের দরজা,জানালা ও রান্নাঘর ব্যাপক ভাংচুর করে। এসময় রেস্ট হাউজে কর্তব্যরত আনসার সদস্যরা দৌঁড়ে পালিয়ে রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অবস্থান নেন এবং সকলকে সচেতন করেন।
এদিকে হাতির পালটি একই দিন রাতে কাপ্তাই সহ-ব্যবস্থাপনা কমিটির ( সিএমসি) সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের কলা বাগান খেয়ে সাবাড় করেছে বলে জানান এ কর্মকর্তা।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বনের মধ্যে কোন খাদ্য না থাকায় লোকালয়ে বুনোহাতির দল আসছে। তাছাড়া এ অঞ্চলে নতুন করে কয়েটি হাতি বাচ্চা দেওয়ার ফলে খাদ্যর সন্ধানে লোকালয়ে আসছে তারা।
এ ঘটনায় কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
চাটগাঁ নিউজ/এমএসআই