কাপ্তাই প্রতিনিধি: লেক, পাহাড় এবং কর্ণফুলী নদী বেষ্টিত রুপসী কন্যা কাপ্তাইয়ের এখন অলিতে গলিতে বইছে নির্বাচনী হাওয়া। রাঙামাটি সংসদীয় আসন হতে বিপুল ভোটে নির্বাচিত দীপংকর তালুকদার এমপি এর আনুকূল্য পেতে ইতিমধ্যে অনেকে দৌঁড়ঝাপ শুরু করেছেন।
২০১৯ সালের ১৮ মার্চ কাপ্তাই উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন হয়েছিল। উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় সেই বছরের ৫ মে। সেই সময় নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মফিজুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেও, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হয়। কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন সেই সময় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধিকে ফেলে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উমেচিং মারমা।
তবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠকে দলীয় প্রতিকে উপজেলা পরিষদ নির্বাচন না করার ঘোষণায় নড়ে চড়ে উঠে কাপ্তাই উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা। ইতিমধ্যে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এলাকায় বইছে নির্বাচনের হাওয়া। চায়ের আড্ডা কিংবা নানা সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নিজেদের প্রতিদ্বন্ধিতার কথা জানান দিচ্ছেন ভোটারদের।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন বলে শুনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর উল্ল্যা ভুঁইয়া, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় দলের সাবেক খেলোয়াড় বিপ্লব মারমা।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান এবং রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক।
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক জানান, তিনি এইবার নির্বাচন করবেন না।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে তাঁরা হলেন কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী এবং ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে তাঁরা হলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম এবং উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি।
চাটগাঁ নিউজ/এমএসআই