কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. নাছির উদ্দীন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাত ৮ টায় ২০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। তিনি পেয়েছেন ৮ হাজার ৫৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে আবদুল হাই খোকন পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে মো. কামাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ২৯২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিউটি হোসেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৩৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৯ হাজার ২৪৮ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, উপজেলার ৫টি ইউনিয়নে ২৪টি ভোট কেন্দ্রে ১৩৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলায় সর্বমোট ৪৯ হাজার ৫২৮ জন ভোটার। তার মাঝে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫০০ জন।
চাটগাঁ নিউজ/ঝুলন/এআইকে/এসএ