কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই একটি শান্তি প্রিয় জনপদ। এখানে সকল সম্প্রদায়ের মানুষজন একসাথে বসবাস করে আসছে বছরের পর বছর। পার্বত্য চট্টগ্রামে এই উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।
কাপ্তাইয়ে সকলের মধ্যে যেই সম্প্রীতি আছে, সেটা ধরে রাখতে হবে। কোন রকম সহিংসতা আমরা চাই না। আমরা একসাথে শান্তিতে বসবাস করবো।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী’তে উপজেলা সামাজিক সম্প্রীতির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তনচংগ্যা, ১১৯ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এবং ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান।
সামাজিক সম্প্রীতি সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, হেডম্যান এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ