পড়া হয়েছে: 11
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়িতে এক যুবক নিজ ঘরে ঝুলে আত্মহত্যা করেছেন।
নিহত যুবকের নাম মো. জালাল মিয়া (২৮)। তিনি কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি পাড়ার নিবাসী মৃত সৈয়দ মিয়ার পুত্র।
জানা যায়, আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জালাল মিয়া নিজ ঘরের সিলিংয়ে ব্যবহৃত মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি একসময় সিএনজি চালাতেন।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। লাশ বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন







