কাপ্তাইয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর  ২২ টি কেন্দ্রে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ রবিবার (৩১ ডিসেম্বর) কর্ণফুলী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে ২৪ জন প্রিজাইডিং অফিসার, ১ শত ৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ শত ৬২ জন পোলিং অফিসার অংশ নেন বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।

রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার সহ মোট ১২ জন  প্রশিক্ষক  ১২ টি ব্যাচে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।

এদিকে রবিবার বেলা সাড়ে ১২ টায় কর্ণফুলী সরকারি কলেজ মিলনায়তনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন এর নির্দেশ মোতাবেক উপজেলার সবচেয়ে দক্ষ, সৎ এবং  যোগ্য কর্মকর্তা ও  শিক্ষকদের  প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।  তাই সকলে মিলে  আমরা একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বচান জনগণকে উপহার দিতে পারবো। মনে রাখবেন আমরা সকলে মিলে একটি সাংবিধানিক দায়িত্ব পালন করতে শপথ নিয়েছি। কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করলে বা অনিয়ম করলে সেই কেন্দ্র আমরা বন্ধ করে দিব।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায় এসময়  রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর  আবু তৌহিদ বিপিএম( বার), রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু: সাইফুল ইসলাম, কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দীন,  কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম, কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয় দেবনাথ  সহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা   উপস্থিত ছিলেন।

Scroll to Top