কাপ্তাই প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের উদ্যোগে কাপ্তাইয়ের প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষাথীদের হাতে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী শেষে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে এই চারা তুলে দেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ এবং সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/এআইকে