পড়া হয়েছে: ৩৪
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়ার কলাবাগানে বন্যহাতির আক্রমণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত অংশেহ্লা মারমা(১৪) ঐ এলাকার মংপুলু মারমার ছেলে।
সেই বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
বুধবার ( ২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম।
তিনি জানান, গরু চড়াতে গিয়ে সে বন্যহাতির আক্রমণের শিকার হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।