কাপ্তাই প্রতিনিধি: স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত কমন রুম কাম ডিজাস্টার শেল্টার সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।
শনিবার (২৯ জুলাই) বেলা ১২ টায় অত্র বিদ্যালয়ের এই প্রকল্প পরিদর্শন করেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ( উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প) ড.মলয় চৌধুরী, যুগ্ম সচিব এ এইচ এম কামরুজ্জামান, যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সচিব মোঃ কামাল হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই এসিল্যান্ড মারজান হোসাইন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সচিব জানান, স্থানীয় সরকার বিভাগের এই প্রকল্পের মাধ্যমে ৬ষ্ঠ পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশের ৪শত ৭৯টি উপজেলা পরিষদ কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে বরাদ্দ প্রাপ্ত হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদে এই প্রকল্পের সহায়তায় চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে পারছে।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়
১০ লক্ষ ৬৫ হাজার ৯২৫ টাকা ব্যয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কমন রুম কাম ডিজাস্টার শেল্টার সেন্টারটি নির্মাণ করা হয়।