পড়া হয়েছে: 236
			
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় সামিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার চন্দ্রঘোনার থানার রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকার নিজ বাড়িতে বিষপান করেন গৃহবধূ সামিনা আক্তার। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ

 
															
 
								




