কাপ্তাইয়ে পাচারকালে ৫০ লিটার চোলাই মদসহ আটক ১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:  রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া-বড়ইছড়ি সড়কের কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টের সামনে দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে চোলাই মদ পাচার করার সময় একজনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুকিমারা বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে পাচারকালে ৮ টি প্যাকেটের মধ্যে প্রায় ৫০ লিটার চোলাই মদ উদ্ধার এবং সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ মহিবুল্লাহ (২৬) কে আটক করা হয়েছে। সেই সাথে চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু। তিনি বলেন, উদ্ধারকৃত মদসহ আটক সিএনজি অটোরিকশা ও চালককে বিজিবি কর্তৃক কাপ্তাই থানায় আনা হয়েছে এবং এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top