কাপ্তাইয়ে পাচারকালে ২টি ময়না পাখি উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের চেষ্টাকালে বন বিভাগের অভিযানে ২টি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের উদ্যোগে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে পাখি দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচারের উদ্দেশ্যে রাখা ময়না পাখি দুটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিগুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে।

ওমর ফারুক স্বাধীন আরও বলেন, কাপ্তাই জাতীয় উদ্যান ও আশপাশের বনাঞ্চল থেকে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত বন্যপ্রাণী, বিশেষ করে পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ থেকে অবৈধভাবে ধরে আনা এসব পাখি পাচারকারীরা চড়া দামে বিক্রি করে, যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সরাসরি লঙ্ঘন।

তিনি বলেন, বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি কিংবা বন্যপ্রাণী পরিবহন থেকে বিরত থাকতে সকলের প্রতি সচেতন থাকার আহ্বান জানান তিনি।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top