কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি কাপ্তাই উপজেলায় কাঞ্চন চৌধুরী নামে এক টিসিবি ডিলারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এক যুবক। যুবকটি মানসিক প্রতিবন্ধী বলে জানায় পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। বর্তমানে আহত অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়নের প্যানেল চেয়ানম্যান ও ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মুজিব জানান, সোমবার বিকালে টিসিবি মালামাল বিক্রয়ের পর সরকারি দায়িত্ব প্রাপ্ত ডিলার কাঞ্চন চৌধুরীসহ তিনি একটি চা দোকানে বসেছিল। সেখানে স্থানীয় বাসিন্দা সানজিদ (২২) নামের এক যুবক এসে অর্তকিতভাবে কাঞ্চন চৌধুরীর উপর হামলা চালায় এবং তাকে মেরে মাথায় রক্তাত্ব করে।
তাৎক্ষনিক হামলা করা ওই যুবককে তারা থামানোর চেষ্টা করেন। পরে উপস্থিত ইউপি সদস্যরা কাঞ্চন চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে হামলায় অভিযুক্ত যুবক সানজীদ ৪নং কাপ্তাই ইউনিয়নের সেলিমের ছেলে বলে নিশ্চিত করেছে ইউপি সদস্য মুজিব। তবে ঠিক কি কারণে হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আহত অবস্থায় কাঞ্চন চৌধুরী কাপ্তাই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে ইউপি সদস্য মুজিব নিশ্চিত করেছেন।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, ঘটনার হামলায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এবং সে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
তবে আহত ব্যক্তি থানায় এসে অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন