কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন।
শুক্রবার (৪ আগষ্ট) সকাল ১১টায় তিনি ঐ এলাকায় যান এবং পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে নিকটস্থ আশ্রয় কেন্দ্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আসার নির্দেশ দেন।
এসময় তিনি মাইকিং এর মাধ্যমে পাহাড়ধ্বস হতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সকলকে সচেতন থাকতে বলেন।
এর আগে তিনি কাপ্তাই নতুন বাজার সংলগ্ন লগগেইট এলকায় অতিবর্ষণে ধসে পড়া একটি বাড়ি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি সদস্য মোঃ ইমান আলী, কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় প্রচারণা প্রচারনা কার্যক্রম অব্যাহত আছে বলে জানান সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।