কাপ্তাই প্রতিনিধি: ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার( জয় সেট সেন্টার) এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১৮ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন , প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে ৪শত ৯১ টি উপজেলা এবং ৬৪ টি জেলায় সর্বমোট ৫ শত ৫৫ টি জয় সেট সেন্টার স্থাপিত হবে। এই জয় সেট সেন্টার এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে বেকার যুবকদের প্রশিক্ষণ সহ আইসিটিতে দক্ষ হিসাবে গড়ে তোলা হবে