কাপ্তাইয়ে চাঁদের গাড়ি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, আহত ৬

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি গাছবোঝাই চাঁদের গাড়ি এবং যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করছিল গাছবোঝাই চাঁদের গাড়ি। বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাস্থলে ছয়জন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— মমচিং মারমা (৫০) বড়ইছড়ি, চাঁদের গাড়ির চালক শাহাবুদ্দিন (৩৭) কেপিএম, মমিনুল (৩২) কাপ্তাই প্রজেক্ট, ঝুমা (১৫) কাপ্তাই প্রজেক্ট, নবুসীমা মারমা (১৮) শিলছড়ি এবং নাসির উদ্দিন (৩৭) রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কাপ্তাই–চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top