কাপ্তাইয়ে গাঁজাসহ আটক দম্পতি

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় কাপ্তাই উপজেলার ঢাকাইয়া কলোনী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দম্পতিরা হলেন, শামসুল হক টাকু(৬০) ও ফুল বানু (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে ওসি আবুল কালাম চাটগাঁ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই মো. ফিরোজ আলম ও সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই ঢাকাইয়া কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করেন। তারা উভয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানান তিনি।

তিনি আরও জানান, নিজ হেফাজতে অবৈধ মাদক রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীদের শনিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top