কাপ্তাইয়ে গলায় ওড়না জড়িয়ে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পারিবারিক কলহের জেরে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন বাজারস্থ ইউসুফ মাস্টারের গলি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘরের চালের সঙ্গে ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রুবি আক্তার। তাঁর স্বামীর নাম রিমন।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, পারিবারিক বিরোধের জেরেই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top