কাপ্তাই প্রতিনিধি: প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ৬ জন সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর চত্বরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম ফজলুল হক, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে উপকরণ তুলে দেন।
কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী বলেন, সাইলেজ প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে পাহাড়ের উৎপাদিত উন্নত জাতের কাঁচা ঘাসকে (নেপিয়ার, পারা ও জার্মান ইত্যাদি) সংকটের মুহূর্তে কিভাবে ব্যবহার করা যায়, তার জন্য সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রাণীসম্পদ দপ্তরের উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমএসআই