পড়া হয়েছে: ২০
কাপ্তাই প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রাঙামাটি কাপ্তাই উপজেলা মৎস্য অফিস কর্তৃক কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ মঙ্গলবার (১৭ অক্টোবর) হতে শুরু হয়েছে ।
কাপ্তাই উপজেলা পরিষদ সভাকক্ষ কিন্নরী’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো:মহিউদ্দিন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এতে সভাপতিত্ব করেন ।
মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মো: নাছির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী অংশ নিচ্ছেন ।
আগামী ১৯ অক্টোবর ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হবে।