পড়া হয়েছে: ৫১
রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির চন্দ্রঘোনা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। এই সময় ঐ যুবকের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদারপাড়া সাকিনের তিন রাস্তার মোড় এলাকা থেকে
তাকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার থানার এসআই আল-আমিন এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করেন।
ওসি আরো বলেন, গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার আসামীকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন