কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে আহতবস্থায় একটি পুরুষ সাস্বার (চিত্রা) হরিণ উদ্ধার করেছে বনবিভাগ।
আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল হরিণটিকে উদ্ধার করতে সমর্থ হয়।
কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, ধারণা করা হচ্ছে— পিডিবির ব্রিকফিল্ড এলাকার উত্তরের গহীন জঙ্গল থেকে কেউ হরিণটিকে শিকার করার জন্য ধাওয়া করে। সম্ভবত প্রাণ বাঁচাতে হরিণটি দৌড়ে এসে বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। পরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করি।
তিনি আরো জানান, হরিণটি গুরুতর আহত অবস্থায় রয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বনবিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে হরিণটি সুস্থ হলে তাকে আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ