কাপ্তাইয়ে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবাসহ কালু (২৮) নামের এক যুবকে গ্রেপ্তার করাছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) রাত ১১ টায় ওয়াগ্গা শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. কালু (২৮) ৪ নং কাপ্তাই ইউনিয়নের মোনাফের টিলা এলাকার মৃত মনির আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ জানান, আসামীকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে মাদক মামলায় রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top