রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় চলতি মৌসুমে কানিপ্রতি জমির সেচ বিল ২ হাজার টাকা দাবি করছেন স্কিম পরিচালক। অথচ পার্শ্ববর্তী স্কিমে কানিপ্রতি সেচ বিল ১২’শ টাকা। সেচ বিল বর্ধিত করায় ক্ষুব্ধ কৃষকরা সমাধানের উপায় খুঁজতে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহি কর্মকর্তার দ্বারস্থ হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন তারা। পরে উপজেলা সদরের ইছাখালী এলাকায় অর্ধ শতাধিক কৃষক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
লিখিত অভিযোগে তারা জানান, তারা উপজেলার পূর্ব সরফভাটা গ্রামের কৃষক। দীর্ঘদিন ধরে স্থানীয় সারে বিল, জনের বিল, খরাতের বিল, ফিরিঙ্গাখীলসহ আশেপাশের ১২০০ কানি কৃষি জমির প্রায় ৫০০ জন কৃষক স্কীমের (সেচ প্রকল্প) মাধ্যমে পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু স্কীমের পরিচালক পানি সেচের টাকা দিন দিন বাড়িয়ে চলেছেন। আশেপাশে স্কিমগুলোতে কানি প্রতি সেচ দিতে ১২০০ টাকা হারে নির্ধারণ করা থাকলেও এই বিলগুলোতে প্রতিবছর ২০০ টাকা করে বৃদ্ধি করতে করতে বর্তমানে ২০০০ টাকা নির্ধারণ করেছে। যা কৃষকদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। এ নিয়ে স্কিম পরিচালকের সাথে বৈঠক করার পর বিল কম রাখার আশ্বাসে কৃষকরা বীজতলা তৈরি করে। যা বর্তমানে পরিপুষ্ট হয়ে রোপণের উপযুক্ত হয়েছে। কিন্তু ইতোমধ্যে স্কীম পরিচালক বাড়তি টাকা দাবী করে সাইনবোর্ড টাঙিয়েছেন। প্রতিশ্রুতিবদ্ধ বিলে সেচ দিতে অস্বীকৃতি জানান। এতে বীজতলা নষ্টসহ চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানান কৃষকরা।
কৃষকদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মো. ফারুকুল ইসলাম, কৃষক আবু এনাম উদ্দিন, মো. নাছির উদ্দীন, মো. নূর করিম, আবদূর সফুর, বাচা মিয়া, মো. এনাম, জালাল আহমদ, মো. ইউসুফ, মো. তাহের, রেজাউল করিম, নূর করিম, মো. ফারুক, আবুল কালাম, মো. ইসমাইল, মো. জসিম প্রমুখ।
এই সেচ স্কিমের অন্যতম পরিচালক নুরুল ইসলাম বলেন, গত কয়েকবছর ধরে ১৮০০ টাকা হারে রাখা হতো। তবে এবার ২০০ টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এখন সবকিছুর দাম বাড়তি। তাই বাড়ানো হয়েছে। তারপরও আমরা আইনের উর্ধ্বে নয়। প্রশাসন সুষ্ঠু তদারকি করে আমাদের যা করতে বলা হবে আমরা করবো।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়ায় সেচ স্কিমের দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, এই বিষয়ে কৃষকরা অভিযোগ নিয়ে এসেছেন। আমরা বিষয়টি তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
চাটগাঁ নিউজ/জগলুল/ইউডি