পড়া হয়েছে: ১২৬
চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নগরীর পতেঙ্গা থানাধীন কাতার প্রবাসী মোঃ রুবেল (৩০) মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার শিকার হন।
তিনি দক্ষিণ পতেঙ্গার বিজয় নগর নিবাসী মোঃ কালা মিয়ার তৃতীয় পুত্র বলে জানা গেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগ মুহুর্তে তিনি নিজ কর্মস্থলে যাবার সময় সড়কে প্রাণ হারান।
পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর পুত্র ওয়াহিদ হাসান। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে রুবেল বিয়ে করে আবারো কর্মস্থলে ফিরে যায়। তার বাবাও বর্তমানে শয্যাশায়ী। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ