কাট্টলীতে সীমানা নিয়ে ঝগড়া, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে শ্যামল চৌধুরী (৬০) নামে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে নগরের উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকালে ঘরের সীমানা নির্ধারণ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার সময় শ্যামল চৌধুরী অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ওসি বলেন, ‘এক পক্ষের দাবি, তাকে মারধর করা হয়েছে, অন্য পক্ষ বলছে তিনি ঝগড়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।’

Scroll to Top