কাজীর দেউড়ি বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নিত্যপণ্য ও মাছ-মাংসের বাজার তদারকি করা হয়।অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ৩ ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এই অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান এবং রানা দেব নাথ।

অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, তালিকামূল্য না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজন কমিয়ে বিক্রি ইত্যাদি অনিয়মের কারণে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।

কাজির দেউরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, বাজারে প্রত্যেক পণ্য বিক্রির সময় ভাউচারের দিকে নজর রাখি। অনেক সময় পাইকারি ব্যবসায়ী পণ্য বিক্রি করলে ভাউচার দিতে নারাজ।খরিদ ও বিক্রয়ের মধ্যে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি।

এছাড়াও নগরীর হালিশহরে একটি সুপার শপেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top